নবম-দশম শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি MCQ/কুইজ প্রশ্ন Class 9-10 ict book

নবম ও দশম শ্রেণীর *তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)* বই থেকে অধ্যায়ভিত্তিক MCQ/কুইজ প্রশ্ন দিলাম অনুশীলনের জন্য।

অধ্যায় ১: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

1. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক) IT
খ) CT
গ) ICT ✔
ঘ) IOT

2. বাংলাদেশে “ডিজিটাল বাংলাদেশ” ঘোষণার বছর—

ক) ২০০৬
খ) ২০০৮ ✔
গ) ২০১০
ঘ) ২০১৪

অধ্যায় ২: সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

1. (1011)₂ এর দশমিক মান কত?

ক) 10

খ) 11

 গ) 12

ঘ) 13

2. হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহৃত অক্ষর কয়টি?

* ক) ৬
* খ) ৮
* গ) ১০
* ঘ) ১৬ ✔

অধ্যায় ৩: কম্পিউটার সিস্টেম

1. অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার?

ক) সিস্টেম সফটওয়্যার ✔
খ) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ) ইউটিলিটি সফটওয়্যার
ঘ) হার্ডওয়্যার

2. CPU এর মেমোরি কোনটি?

ক) হার্ডডিস্ক
খ) র‍্যাম ✔
গ) সিডি
ঘ) পেনড্রাইভ

অধ্যায় ৪: প্রোগ্রামিং

1. প্রোগ্রাম লেখার আগে ধাপে ধাপে সমাধানের রূপরেখাকে কী বলে?

ক) প্রোগ্রাম
খ) অ্যালগরিদম ✔
গ) ফ্লোচার্ট
ঘ) কোড

2. ‘for’ ও ‘while’ কোনটির উদাহরণ?

ক) শর্ত
খ) লুপ ✔
গ) ভেরিয়েবল
ঘ) অপারেটর

অধ্যায় ৫: নেটওয়ার্ক ও ইন্টারনেট

1. LAN এর পূর্ণরূপ কী?

ক) Local Area Network ✔
খ) Large Area Network
গ) Logical Area Network
ঘ) Long Area Network

2. ওয়েবসাইট খোলার জন্য কোন সফটওয়্যার ব্যবহার হয়?

ক) অপারেটিং সিস্টেম
খ) ব্রাউজার ✔
গ) অ্যান্টিভাইরাস
ঘ) কম্পাইলার

অধ্যায় ৬: মাল্টিমিডিয়া

1. নিচের কোনটি মাল্টিমিডিয়ার অন্তর্ভুক্ত নয়?

ক) টেক্সট
খ) ছবি
গ) ডেটাবেস ✔
ঘ) অডিও

2. ভিডিও সম্পাদনার সফটওয়্যার—

ক) MS Word
খ) Adobe Premiere ✔
গ) PowerPoint
ঘ) Excel

অধ্যায় ৭: ব্যবহারিক ICT

1. ই-কমার্স বলতে কী বোঝায়?

ক) ইন্টারনেটভিত্তিক ব্যবসা ✔
খ) ইন্টারনেট শিক্ষা
গ) ইন্টারনেট খেলা
ঘ) ইন্টারনেট কল

2. ই-গভর্ন্যান্স এর মূল উদ্দেশ্য—

ক) শিক্ষা উন্নয়ন
খ) সরকারি কার্যক্রম ডিজিটাল করা ✔
গ) কৃষি উন্নয়ন
ঘ) ব্যবসা করা

অধ্যায় ৮: নৈতিকতা ও আইন

1. কম্পিউটার ভাইরাস প্রতিরোধে কোনটি ব্যবহার হয়?

ক) ড্রাইভার
খ) অ্যান্টিভাইরাস ✔
গ) ব্রাউজার
ঘ) সার্ভার

2. কপিরাইট আইনের উদ্দেশ্য কী?

ক) তথ্য সংরক্ষণ
খ) সৃষ্টিকারীর অধিকার রক্ষা ✔
গ) সফটওয়্যার তৈরি
ঘ) তথ্য নষ্ট করা

আরও পড়ুন-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে? গুরুত্ব, ব্যবহার ও উদাহরণ জানুন

MCQ প্রশ্ন (২০টি)

2. তথ্য প্রযুক্তির মৌলিক উপাদান কোনটি?

ক) সফটওয়্যার
খ) হার্ডওয়্যার
গ) নেটওয়ার্ক
ঘ) সবগুলোই ✔

3. বাংলাদেশে “ডিজিটাল বাংলাদেশ” ধারণা কবে ঘোষণা করা হয়?

ক) ২০০৬
খ) ২০০৮ ✔
গ) ২০০৯
ঘ) ২০১০

4. ICT–এর সাহায্যে কোনটি সম্ভব নয়?

ক) অনলাইন শিক্ষা
খ) টেলিমেডিসিন
গ) মহাকাশ ভ্রমণ ✔
ঘ) ই-কমার্স

5. ICT–এর প্রধান উদ্দেশ্য হলো—

ক) খেলা
খ) তথ্য প্রক্রিয়াজাতকরণ ✔
গ) গান শোনা
ঘ) বিশ্রাম

6. শিক্ষা ক্ষেত্রে ICT ব্যবহারের সুবিধা কোনটি?

ক) অনলাইন ক্লাস ✔
খ) কৃষি উন্নয়ন
গ) ব্যাংকিং কার্যক্রম
ঘ) ই-গভর্নেন্স

7. তথ্য বলতে বোঝায়—

ক) অপরিশোধিত ডাটা
খ) প্রক্রিয়াজাত ডাটা ✔
গ) সফটওয়্যার
ঘ) হার্ডওয়্যার

8. তথ্য প্রযুক্তির অন্তর্ভুক্ত নয়—

ক) কম্পিউটার
খ) মোবাইল ফোন
গ) কলম ✔
ঘ) ইন্টারনেট

9. নিচের কোনটি ICT ব্যবহারের ক্ষতি?

ক) সময় সাশ্রয়
খ) সাইবার অপরাধ ✔
গ) যোগাযোগ সহজ
ঘ) শিক্ষা উন্নয়ন

10. ডিজিটাল বাংলাদেশ ভিশন ২০২১–এর মূল উদ্দেশ্য—

ক) গ্রামীণ উন্নয়ন
খ) প্রযুক্তি নির্ভর সমাজ ✔
গ) কৃষি সংস্কার
ঘ) ক্রীড়া উন্নয়ন

11. ICT ব্যবহার করে কোনটি করা সম্ভব নয়?

ক) অনলাইনে চাকরির আবেদন
খ) অনলাইনে চিকিৎসা সেবা
গ) ম্যানুয়াল ড্রাফটিং ✔
ঘ) ই-ব্যাংকিং

12. টেলিমেডিসিন বলতে বোঝায়—

ক) দূর থেকে রোগীর সাথে যোগাযোগ ✔
খ) টেলিভিশন চিকিৎসা
গ) ফ্রি স্বাস্থ্যসেবা
ঘ) ভিডিও গেম

13. ই-গভর্ন্যান্সের সুবিধা কোনটি?

ক) সরকারি কাজে স্বচ্ছতা ✔
খ) কৃষি ফলন বৃদ্ধি
গ) খেলাধুলার উন্নয়ন
ঘ) ব্যবসা বৃদ্ধি

14. ICT এর সাহায্যে কৃষকরা—

ক) আবহাওয়ার তথ্য ✔
খ) ট্যাক্স ফাইল
গ) কম্পিউটার প্রোগ্রাম
ঘ) বই প্রিন্ট

15. নিচের কোনটি ICT এর উদাহরণ নয়?

ক) ইন্টারনেট ব্যাংকিং
খ) অনলাইন ক্লাস
গ) কৃষিকাজে লাঙল ✔
ঘ) ভিডিও কনফারেন্স

16. ই-কমার্সের উদাহরণ হলো—

ক) Daraz ✔
খ) BRTA
গ) Passport Office
ঘ) Railway Station

17. ICT ছাড়া শিক্ষা ব্যবস্থায় কোনটি সম্ভব নয়?

ক) অনলাইন পরীক্ষা ✔
খ) লাইব্রেরি
গ) কলম দিয়ে লেখা
ঘ) খাতা পরীক্ষা

18. ICT ব্যবহারের মাধ্যমে প্রশাসনে—

ক) দুর্নীতি কমানো ✔
খ) ক্রীড়া উন্নয়ন
গ) ব্যবসা বৃদ্ধি
ঘ) কৃষি উন্নয়ন

19. তথ্য প্রযুক্তি বিপ্লবের সূচনা কোন দশকে?

ক) ১৯৫০
খ) ১৯৭০ ✔
গ) ১৯৮০
ঘ) ১৯৯০

20. ICT শব্দের “Communication” অংশটি নির্দেশ করে—

ক) তথ্য সংরক্ষণ
খ) তথ্য আদান–প্রদান ✔
গ) তথ্য প্রক্রিয়াকরণ
ঘ) তথ্য ধ্বংস

Leave a Comment